Wednesday, December 2nd, 2015




পাকিস্তানে ভোট দেয়ায় বোনকে হত্যা করল ভাই

Khun

আন্তজাতিক ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পাকিস্তানে নিষেধ অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় ক্রুদ্ধ হয়ে এক ভাই তার বড় বোনকে হত্যা করেছে। ইসলামাবাদের ২৫ কিলোমিটার পশ্চিমে তষশীলা শহরে মঙ্গলবার এ হত্যার ঘটনা ঘটে। বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা নাঈম আব্বাস জানান, ৩২ বছর বয়সী স্কুল শিক্ষিকা আসিফ নরিন তার ২০ বছর বয়সী ভাই দানিশ আলির কথা অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় দানিশ আলি তার ওপর ক্রুদ্ধ হয়। বোনকে হত্যার পর আলি পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে।  তিনি বলেন, নিহতের বাবার দায়েরকৃত রিপোর্ট অনুযায়ী আলি তার পিস্তল দিয়ে নরিনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নারীর কর্মক্ষেত্র শুধুমাত্র বাড়িতেই- পুরুষের এ ধারণা প্রচলিত থাকায় পাকিস্তানের রক্ষণশীল গ্রাম্য এলাকাগুলোতে নারীদের ভোট দেয়ার হার কম।

 তবে ভোট প্রয়োগের জন্য খুন হওয়ার ঘটনা বিরল। তবে, প্রতি বছর পাকিস্তানে অনেক নারীই পারিবারিক সন্ত্রাস অথবা পরিবারের সম্মান ক্ষুন্নের দায়ে খুন হন।
 পাকিস্তানে একটি প্রচারক সংগঠন, দি আওরাত ফাউন্ডেশন রক্ষণশীল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
 সংগঠনটি জানিয়েছে, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি নারী এ ধরনের হামলার শিকার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category