আন্তজাতিক ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পাকিস্তানে নিষেধ অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় ক্রুদ্ধ হয়ে এক ভাই তার বড় বোনকে হত্যা করেছে। ইসলামাবাদের ২৫ কিলোমিটার পশ্চিমে তষশীলা শহরে মঙ্গলবার এ হত্যার ঘটনা ঘটে। বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা নাঈম আব্বাস জানান, ৩২ বছর বয়সী স্কুল শিক্ষিকা আসিফ নরিন তার ২০ বছর বয়সী ভাই দানিশ আলির কথা অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় দানিশ আলি তার ওপর ক্রুদ্ধ হয়। বোনকে হত্যার পর আলি পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে। তিনি বলেন, নিহতের বাবার দায়েরকৃত রিপোর্ট অনুযায়ী আলি তার পিস্তল দিয়ে নরিনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নারীর কর্মক্ষেত্র শুধুমাত্র বাড়িতেই- পুরুষের এ ধারণা প্রচলিত থাকায় পাকিস্তানের রক্ষণশীল গ্রাম্য এলাকাগুলোতে নারীদের ভোট দেয়ার হার কম।
Leave a Reply