নারায়ণগঞ্জ প্রতিদিন ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড়
এলাকায় ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় তার স্বামী বিল্লাল (৩২) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত ২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) শাহিনুর আলম।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নিহতের মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান,সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) মনির হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতো তারা।
শুক্রবার রাত ১১ টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানো বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পরে ওই কক্ষে লাশটি রেখে পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান শুক্রবার রাত ১১ দিকে ওই ফ্লাটের ৩ তলার ভবনে চিৎকারে শব্দ শুনতে পায় এ সময় ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পাই ইতি আক্তারের নিথর দেহ পড়ে আছে নিচে আমি দেখতে পাই মেরে ফেলে রেখেছে তার স্বামী পরে থানায় খবর দেই।
পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষণ্ড স্বামী বিল্লালকে গ্রেফতার করে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পযন্ত কোন মামলা দায়ের করা হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাই পুলিশ।
Leave a Reply