Sunday, July 20th, 2025




এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল।


এ নির্দেশনার ফলে সেখানে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় এখনো ৫০ জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারেন।

এদিকে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, উত্তর গাজায় জাতিসংঘের সহায়তা ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের ওপর ইসরায়েলি গুলিতে অন্তত ৩০ জন নিহত ও বহু আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে, অনেকেই মারাত্মক দুর্বলতা ও মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছেন।

মন্ত্রণালয় জানায়, অসুস্থদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে আসছে, তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে।জাতিসংঘও বলেছে, গাজার মানুষ অভূতপূর্বভাবে অনাহারে ভুগছে এবং জরুরিভিত্তিতে ত্রাণ প্রবাহ বাড়ানো দরকার।

ইসরায়েলি বাহিনী দেইর আল-বালাহর দক্ষিণ-পশ্চিমাংশে কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সেনাবাহিনী চরম শক্তি প্রয়োগ করে শত্রুর ক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হচ্ছে।

তবে এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। তাদের প্রশ্ন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবনের বিনিময়ে নেওয়া হচ্ছে না তো?

অনেক পর্যবেক্ষক মনে করছেন, দেইর আল-বালাহে হামলার হুমকি হয়তো হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় আরও ছাড় দিতে চাপ সৃষ্টির কৌশল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category