Wednesday, July 23rd, 2025




বন্দরে আওয়ামীলীগ দোসর এহসান চেয়ারম্যান এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক  ::

নারায়ণগঞ্জের বন্দরে স্বেরাচারী সরকারের সরকারের শাসনামলে ওসমান পরিবারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের সাথে অন্যায় অত্যাচার ও অনিয়ম করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বন্দর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ।
এহসান চেয়ারম্যান বন্দর ইউনিয়নে সেলিম ওসমানের সাথে সক্ষতা তৈরি করে মাদক ব্যাবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন।
নাম না বলতে অনিইচ্ছুক জৈনক জানান, এহসান চেয়ারম্যান সেলিম ওসমানেকে ট্রাম্প  কার্ড ব্যবহার করে বন্দরে তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় পাশাপাশি সেলিম ওসমানের পলিত পুত্র হিসাবে ও পরিচিত বেশ।
 এহসান স্বেরাচারী শাসনকালে নানা অপকর্মে  ড্রেজার ব্যবসা নিয়ন্ত্রন মাটিকাটা থেকে শুরু করে জমি দখল  কর্মকান্ডে করে বেড়াতো তার সন্ত্রাসী বাহিনী । ধরাকে সরা-জ্ঞান করে নানা রকমের অপকর্ম করে বেরিয়েছেন এহসান উদ্দিন আহমেদ।
এছাড়া ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার সন্ত্রাসী বাহিনী  এখনও এলাকায় প্রকাশ্যে তাদের কর্মকান্ড- করে যাচ্ছে।
এছাড়াও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ এর নামে ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ও মামলা আছে।তিনি আরো বলেন সেলিম ওসমানের পালিত পুত্র কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান গ্রেফতার হলে ও তার অপর পালিত পুত্র এহসান চেয়ারম্যান এখনো অধরাই রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category