Monday, December 14th, 2015




জমকালো আয়োজনে সাপ্তাহিক আলোর তরী’র দুবছর পূর্তি উৎসব উদযাপন

IMG_0261নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : গত ১২ ডিসেম্বর ২০১৫ শনিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জমকালো আয়োজন আর আনন্দঘন পরিবেশে পালিত হলো জাতীয় সাপ্তাহিক আলোর তরী’র দুবছর পূর্তি উৎসব অনুষ্ঠান।এতে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এইচ এম মিকাঈল ইসলাম রাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি এডভোকেট হোসনে আরা বেগম বাবলী,বিশেষ অতিথি ছিলেন কুতুবিয়া দরবার শরীফের পীর ও বিশিষ্ট ধর্মীয় ব্যাক্তিত্ব শাহ্ সুফি জামালউদ্দিন মোমিন,বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও নারায়ণগঞ্জ জর্জকোর্টের আইনজীবী এএ এম এম একরামুল হক,জাতীয় পার্টি নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব আকরাম আলী শাহীন,দৈনিক ইয়াদ’র ভারপ্রাপ্ত সম্পাদক মো: তোফাজ্জেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের আনন্দঘন মুহুর্তে কেক কেটে দুবছর পূর্তি’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।অনুষ্ঠানের এক পর্যায়ে পত্রিকাটির উদ্যোগে দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাফর আহমদ প্রধান’কে শ্রেষ্ঠ সম্পাদনা ও প্রকাশনায়,শাহ্ সুফি জামালউদ্দিন মোমিন’কে তরিকতের কাজে বিশেষ অবদান রাখার জন্য,দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু’কে সাংবাদিকতায় ,পুলিশ লাইনস্ বাইতুল আবেদ জামে মসজিদের খতিব ও ল্যামারাস হজ¦ ট্রাভেলস’র পরিচালক আলহাজ¦ মাওলানা আবুবকর বিন আবদুল মুত্তালিব’কে হজ¦ সেবা দানে বিশেষ অবদানের জন্য,ঢাকা ক্যাপিটাল কলেজের প্রভাষক ও পরিচালক এবং অলীওভারসীজ ট্রাভেলস এন্ড টুরস্’র পরিচালক আলহাজ¦ মাওলানা জামালউদ্দিন বিপ্লবী’কে হজ¦ সেবাদানে বিশেষ অবদান রাখার জন্য,পাক্ষিক তথ্যপত্রের প্রধান সম্পাদক শফিকুল ইসলাম আরজু সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী আরো অনেক ব্যাক্তিকেই আলোর তরী সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানের আনন্দঘন মুহুর্তে কেক কেটে দুবছর পূর্তি’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।পরিশেষে দেশ জাতির কল্যানে বিশেষ মোনাজাত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category