Thursday, July 24th, 2025




সিদ্ধিরগঞ্জে চাদার টাকা না পেয়ে মুক্তিযোদ্ধার দোকান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাদার ১ লক্ষ টাকা না পেয়ে মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মোল্লার দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধারা মালিকানাধিন ৪টি দোকান ভেঙে নিয়ে যায় একটি চক্র ।
জানা গেছে, বিগত ৫ আগষ্টের পর বিভিন্ন এলাকায় লুটপাট ও ভাঙচুর চালিয়েছে দুবৃত্তরা। এরই ধারাবাহিকতায় স্থানীয় ডাবুইল্লা , মামুন , জাকির , জামাল মিয়া সহ আরও অজ্ঞাত নামা বেশ কয়েকজন ওই মুক্তিযোদ্ধার কাছে এক লক্ষ টাকা চাদা দাবি করে। টাকা না দিলে দোকান পাট ভাঙচুর করার হুমকি দেয় তারা। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ২২৯, তারিখ-০৪-১০-২৪ ইং। জিডি করার পরেও তারা ঐ দোকানের ভাড়া জোরপূর্বক তুলতো। কেনো ভাড়ার টাকা তারা নিয়ে জানতে চাইলে তারা উত্তরে বলে তোদের দোকান ভেঙে দেবো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুরে উল্লেখিত দোকানগুলো ভেঙে চুরমার সহ নিশ্চহ্ন করে দেয় ঐ চক্রের সদস্য্যরা।
এ বিষয়ে মুক্তিযোদ্ধারা মহিউদ্দীন মোল্লা জানান, দীর্ঘদিন যাবৎ ২নং ঢাকেশ্বরী বাসষ্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে ৪টি দোকান নির্মাণ করেছি এবং শান্তিপুর্ণ ভাবো ভোগ দখল করছি। কিন্তু ৫ আগষ্টের পর কতিপয় লোকজন দোকানগুলো দখল করার পায়তারা সহ এক লক্ষ টাকা চাদা দাবি করে। এ ঘটনায় থানায় জিডি করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এরপর আজকে বৃহস্পতিবার দোকানগুলো ভেঙে লুট করে নিয়ে যায় ডাবুউল্লা সহ গংরা ‌। যারা ভাঙচুর করছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের নির্দেশে এসব দোকান ভাঙচুর করা হচ্ছে ।
আমি একজন মুক্তিযোদ্ধারা হয়েও চাদাবাজদের হাতে জিম্মি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ দোকানগুলো ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর বিএনপির কিছু ছেছরা নেতারা নিজেদের আখের গোছাতে বিভিন্ন মানুষের বাড়ি-ঘর, জায়গা-জমি ও দোকানপাট দখল , লুটপাট ও ভাঙচুর করতে দেখেছি। এখন দেখলাম একজন মুক্তিযোদ্ধার দোকানপাট ভাংচুরের ঘটনা । এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবী এলাকাবাসির।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম ‘নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category