Wednesday, July 23rd, 2025




না:গঞ্জে আল গণি এভিয়েশনের হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্টিত

নারায়ণগঞ্জ প্রতিদিন  ::

নারায়ণগঞ্জে সরকারি অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সী আল গনি এভিয়েশন কর্তিক হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে ।

বুধবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ শহরের উকিল পাড়া এলাকায় পালকি কনভেনশন সেন্টারে এক আনন্দ মুখর পরিবেশে হাজীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উক্ত অনুষ্ঠানে আল গনি এভিয়েশনের চেয়ারম্যান হায়দার আলীর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক তত্ত্বাবধায়নে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড সাখোয়াত হোসেন,  মহানগর জামায়াত ইসলামীর সভাপতি- মাওলানা মোঃ আবদুল জব্বার । বিভিন্ন সময় হজ পালন করেছেন এমন বেশ কয়েকজন হাজী গণ তাদের অনুভূতি এ অনুষ্ঠানে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও হাজীদের মাঝে বিশেষ পুরুস্কার তুলে দেয়া হয়।

এমনকি যারা ২০২৬ সালে হজের উদ্দেশ্যে রেজিষ্টেশন করবেন এবং ৩১৩ জন পূর্ন হলে ৬ জনকে বিনামূল্যে হজের সুবিধা সহ বিভিন্ন অফার ঘোষণা করেন কর্তৃপক্ষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category