মোশারফ এগিয়ে॥পিছিয়ে রাব্বি
সোনারগাঁ পৌর নির্বাচনে লড়াই হবে দ্বি-মুখি
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা নির্বাচনে লড়াই হবে দ্বি-মুখি। মূলত লড়াই হবে বিএনপি সমর্থিত প্রার্থী মোশারফ ও আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট ফজলে রাব্বি’র মধ্যে।অপর প্রার্থী সাবেক মেয়র সাদেকুর মনোনয়নপত্র প্রত্যাহার করায় লড়াই হবে দ্বি-মুখি।
সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে,সাবেক পৌর সভার মেয়র সাদেকুর রহমান সোনারগাঁ পৌর এলাকা যতেষ্ঠ পরিমান উন্নয়নের কাজ করেছে।তাকে আওয়ামীলীগের পক্ষ থেকে মনোনয়ন না দেয়ায় ফলাফল হয়ত বিপরিত হতে পারে।কারন রাব্বি’র তেমন কোন পরিচিতি নাই। অপদিকে মোশারফ এলাকায় যতেষ্ঠ পরিচিত ব্যাক্তিত্ব।সেক্ষেত্রে ক্ষমতাসীনরা হারাতে পারে এই আলোচিত সোনারগাঁ পৌরসভাটি।
নাম না প্রকাশের শর্তে সোনারগাঁ উপজেলাধীন এক ইউপি চেয়ারম্যান বলেন,সাদেকুরকে মনোনয়ন নাদিয়ে রাব্বিকে মনোনয়ন দিয়ে আওয়ামীলীগ ভুল করেছে।এর ফল তাদেরকেই দিতে হবে।আসন্ন সোনারগাঁ পৌর নির্বাচনে রাব্বিকে পরাজিত করে মোশারফ বিজয়ী হতে পারে তার ধারনা।( বিস্তারিত আসছে)
Leave a Reply