নারায়ণগঞ্জ প্রতিদিন ::
নারায়নগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় চাঁদাবাজির সময় ইসমাইল হোসেন ওরফে কাজল নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়। তবে এই চাদাবাজদের গডফাদারদের গ্রেফতার করার দাবী নিরীহ ব্যবসায়ীদের।
উক্ত অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও ফতুল্লা মডেল থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, তক্কার মাঠে চলমান মেলায় হকারদের কাছ থেকে প্রতিদিন দোকান প্রতি ২০০/ ৩০০ টাকা করে চাঁদা আদায় করতেন কাজল সহ চাদাবাজ চক্ররা। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে চাঁদা তোলার সময় আটক করে।
এ সময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। পরে আটক কাজলকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ। নেপথ্যে যারা রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ ।
Leave a Reply