Sunday, December 6th, 2015




ঢাকাকে হারালো সাকিবের রংপুর

rangpur_19080

ঢাকা ডাইনামাইটসকে ৬ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। ফিরতি ম্যাচে ঢাকার দেয়া ১৩৬ রানের টার্গেট সম্মিলিত প্রচেষ্টায় সহজেই পৌছে যায় তারা।

লক্ষ্য তাড়া করতে নেমে অনেকটা সাবলীলভাবেই ব্যাট করেছে রংপুর। যদিও অধিনায়ক সাকিব (৮) দুই অংক স্পর্শ পারেনি।
 শুরুতে সৌম্য সরকার ও লেন্ডল সিমন্স ৩৮ রানের জুটি গড়েন। তবে হঠাৎ করেই আবুল হাসান রাজুর বলে স্বল্প সময়ে ‍দুই ওপেনার আউট হয়ে যান। এর আগে সৌম্য ২৭ বল থেকে ২১ ও সিমন্স ২২ বলে ১৮ রান করেন।
 এরপর দলীয় ৭৪ রানে মুস্তাফিজের বলে তার হাতেই ধরা পড়েন সাকিব। পরে ড্যারেন স্যামি (২৩) বিপিএলে প্রথম ম্যাচে খেলতে নামা মোহাম্মদ ইরফানের বলে আউট হন।
 অবশ্য লক্ষ্যে পৌঁছুতে রংপুরকে আর কোনো উইকেট হারাতে হয়নি। জহুরুল ইসলাম ২৬ বলে ৪টি চারের মারে ৩৫ আর থিসারা পেরেরা ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
 ঢাকার বোলারদের মধ্যে আবুল হাসান ২৫ রানে ২টি উইকেট নেন। এছাড়া ইরফান ২২ রানে আর মুস্তাফিজ ৫ রানে ১টি করে উইকেট নেন।
 এরআগে রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট ১৩৫ রান করে ঢাকা।
 শুরুতে নিজেকে গুটিয়ে রাখা সাদমান ইসলাম (১৬) ফিরে যান রানের গতি বাড়ানোর মুহূর্তে। আবু জায়েদকে পরপর দুটি হার চাঁর হাকানো এই বাঁহাতি ব্যাটসম্যান বিদায় নেন রান আউট হয়ে।
 ষষ্ঠ ওভারে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। সাকিবকে ছক্কা হাঁকানো সৈকত আলী (১৮) রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন। পারেননি তিনি, দলের বিপদ বাড়িয়ে ফিরে যান পরের ওভারে।
 অধিনায়ক কুমার সাঙ্গাকারার সঙ্গে নাসিরের ৪৫ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়ে ঢাকা। বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙে সাকিবের সরাসরি থ্রোয়ে সাঙ্গাকারার (২৯) রান আউটে।
 আরাফাত সানিকে একটি করে চার-ছক্কা হাঁকানোর পর তার বলে বোল্ড হয়ে ফিরে যান নাসির (৩০)। শেষের দিকে মোসাদ্দেক হোসেনও (১৩) রান আউট হওয়ায় দেড়শ’ পর্যন্ত যায়নি ঢাকার সংগ্রহ।
 রংপুরের হয়ে ২৯ রানে ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার আরাফাত। সাকিব চার ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট।
 এ দুদলের প্রথম ম্যাচেও সাকিবদের কাছে হেরেছিল সাঙ্গাকারার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category