Tuesday, December 8th, 2015




কোকেনসহ স্পেনের নাগরিক গ্রেফতার

greftarঅনলাইর ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কোটি টাকা মূল্যের তিন কেজি কোকেনসহ স্পেনের এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জুলিয়ান (৫৫)। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, এ্যামিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮০ ফ্লাইটে বিকাল সাড়ে ৫টার সময় কোকেনসহ ওই যাত্রী বিমানবন্দরে নামেন।গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে তার ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিন কেজি কোকেন পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। ওই যাত্রী দুবাই থেকে ঢাকায় আসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্র্যণ অধিদফতরের ডিআইজি তৌফিক উদ্দিন আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের টিম তাকে গ্রেফতার করে। টিমে ছিলেন ইন্সপেক্টর রাজু আহমেদ চৌধুরী।
 গ্রেফতারের পর স্পেনিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর এ কে এম কামরুল ইসলাম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 কর্মকর্তারা জানান, তার বাংলাদেশী এজেন্টদেরকে খুঁজে বের করা হচ্ছে। এসব কোকেন বিশ্বের অন্য কোনো দেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।
 জব্দকৃত কোকেনের মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানান কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category