প্রতিশোধের ম্যাচে শেষ পর্যন্ত জয়টা পেয়েই গেলে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২১ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল সাকিবরা। রংপুরের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস।ইমরুল কায়েসের ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে দুরন্ত সূচনা করে কুমিল্লা। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৮ রানে ইমরুল কায়েস আউট হলে রানের গতি দ্রুত কমতে থাকে। এরপর একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ভিক্টোরিয়ানসের ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ জেতা হয়ে উঠেনি কুমিল্লার। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় তারা।রংপুরের হয়ে ৩টি উইকেট নেন থিসারা পেরেরা। আর ২টি করে উইকেট পান মোহাম্মদ নবী ও সাকলাইন সজীব। এরআগে মঙ্গলবার শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সাকিবরা। শুরুতে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরলেও ছোট ছোট জুটিতে লড়াইয়ে পুঁজি পেয়ে যায় রংপুর। আগের ম্যাচের ম্যাচসেরা জহুরুল ইসলাম এদিনও ব্যাট হাতে দাপট দেখান। অপরাজিত থেকে ৫০ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আজও ম্যাচসেরা হন রংপুরের এই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ড্যারেন সামির ব্যাট থেকে। ২০ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া রংপুর অধিনায়ক সাকিব আল হাসান ১৫ বলে ২০, সিমন্স ১৮ বলে ১৩, মোহাম্মদ নবী ৭ বলে ১২ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে আবু হায়দার ২টি আর শোয়েব মালিক, এশার জাইদি, আন্দ্রে রাসেল ও কামরুল ইসলাম রাব্বি ১টি করে উইকেট প্রথম পর্বের ম্যাচে কুমিল্লার কাছে বাজেভাবে হেরেছিল রংপুর। কুমিল্লা জিতেছিল ৯ উইকেটে।
Leave a Reply