নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের বন্দরের গুদারাঘাটে যাত্রী পরাপারের নামে চলছে যাত্রী হয়রানির ঘটনা ।
অনুসন্ধ্যানে জানা গেছে,বন্দরের নবীগঞ্জের গুদারাঘাটে নদী পারাপারের নামে প্রতিদিনই স্বীকার হচ্ছে সাধারন মানুষ । ঘাটের ইজারাদারের বেতনভুক্ত ক্যাডাররা যাত্রীদের সাথে খারাপ আচরন করে থাকে । ঘাটের ভাড়া যখন যার কাছ থেকে যা নিয়ে পারে । কখনও ২ টাকা আবার ৫ টাকা নিয়ে থাকে । যাত্রীরা ৫ টাকা ১০ নোট দিলে আনেক সময় তা আর ফেরত দেয়ার খবর থাকে না। যদি কেউ টাকা ফেরত চায় তাহলে তাকে হতে হয় মারধরের স্বীকার । ইজারাদারদের হয়রানির পাশাপাশি খেঁয়া পারাপারের দুই পাশে থাকা ট্রলারে ওঠার সাঁকো ভাঙ্গাচোর থাকার কারনে সাধারন যাত্রীরা প্রতিদিন যাত্রীরা চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । ভাঙ্গা সাঁকোর কারনে প্রায়ই ঘটতে দেখা যায় দূর্ঘটনা । অনেক সময় ট্রলারে উঠতে গিয়ে সাঁকোর ফাঁকে পা পিছলে পরে গিয়ে গুরু জখম হয় ।
ভোগান্তির স্বীকার হওয়া যাত্রীদের সাথে কথা বলে জানা যায়,এই ঘাটের মালিক খালি পয়সা চেনে মানুষের সেবার কথা ভাবে না। ঘাটের পারাপারের ভাড়া ৫০ পয়সা হলেও তারা আমাদের নিকট থেকে এর ৫/১০ গুন আদায় করে থাকে । ৫ টাকার নো দিলে তার আর ফেরত দেয়না । তাছাড়া ট্রলারে ওঠার সাঁকোগুলোভাঙ্গাচোরা থাকায় অনেক দূর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা । আমরা সেলিম ওসমান এমপির হস্তক্ষেপ চাই । যাতে বন্দর গুদারাঘাটের মত এই ঘাটটিও যাদে ফ্রি করে দেয়া হয় ।
এ বিষয়ে ঘাটের ইজারাদারের ফোন নম্বর তার বেতনভুক্ত লোকদের নিকট চাইলে তারা বলে মালিকের কোন নম্বর নাই । পরে ঘাটে দায়িত্বরত লোকদের যাত্রীদের দূর্ভোগের কথা জানতে চাইলে বলে আমরা অতী দ্রুত ভাঙ্গা সাঁকো মেরামত করব ।
Leave a Reply