বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে অবশেষে নিজেদের পঞ্চম ম্যাচে মুশফিকদের স্বপ্নের জয় ধরা দিয়েছে।


সোমবার চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম জয় পেয়েছে সিলেট সুপার স্টারস।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পায় মুশফিকরা।
মূলত তৃতীয় উইকেটে মুশফিকুর রহিম ও রবি বোপারার ৮৭ রানের জুটিই জয়ের ভীত গড়ে দেয় সিলেট সুপার স্টারসকে। মুশফিক করেন ৩১ বলে ৪৭ রান আর রবি বোপারা ৩৮ বলে ৫০ রান। উদ্বোধনী ব্যাটসম্যান দিলশান মুনাবিরা করেছেন ২৬ বলে ৩৬ রান।
শেষ ওভারে আবু হায়দার টানা দুই উইকেট দখল করলেও তা সিলেটের জয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কুমিল্লার পক্ষে আবু হায়দার ৪টি উইকেট আর কুলাসেকারা ২টি উইকেট দখল করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
দুই ওপেনার লিটন দাশ ও ইমরুল কায়েসের ৫৬ রানের জুটিতে শুরুটা করেছিল দারুণ। পরে ৬৬ রানে ৩ উইকেট হারালেও জাইদির অর্ধশতকে লড়াই করার পুঁজি জোগায় দলটি।
সিলেটের পক্ষে লিটন দাশ ৪২, ইমরুল ৪৮, জাইদি অপরাজিত ৫৩ ও অধিনায়কমাশরাফি ১০ রান করেন।
এদিন সিলেটের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন রবি বোপারা।
অলরাউন্ডার নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন রবি বোপারা।
Leave a Reply