Thursday, November 19th, 2015




হরতাল বিরোধী মিছিলে যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ-গোলাগুলি

1_10476
ঢাকা প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : রাজধানীর রামপুরায় হরতালবরিোধী মছিলিরে র্কতৃত্ব নয়িে ক্ষমতাসীন দলরে ভ্রাতৃপ্রতমি সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ নতোর্কমীদরে মধ্যে সংর্ঘষ ও গোলাগুলরি ঘটনা ঘটছে। বৃহস্পতবিার দুপুর সাড়ে ১২টার দকিে রামপুরা বাজাররে কাছে স্থানীয় সংসদ সদস্য একএেম রহমত উল্লাহ এবং পুলশিরে সামনইে এ সংর্ঘষরে ঘটনা ঘট। এতে গুলবিদ্ধিসহ যুব ও ছাত্রলীগরে অন্তত ১৫ জন আহত হন। এদরে মধ্যে ৬ জনকে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হয়ছে। সংর্ঘষরে সময় বশে কয়কেটি যানবাহনও ভাংচুর করা হয়।
এ ঘটনার পর আহত এক ছাত্রলীগ নতোকে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে নয়িে এলে জরুরি বভিাগে দ্বতিীয় দফা সংর্ঘষ হয়। এ সময় যুবলীগ র্কমীরা হামলা চালয়িে ছাত্রলীগরে সায়মন নামে এক র্কমীর মাথা ফাটয়িে দয়ে। তার অবস্থা আশংকাজনক বলে জানান চকিৎিসক। জরুরি বভিাগে সংর্ঘষরে ঘটনায় আতংকগ্রস্ত হয়ে পড়নে রোগী ও তাদরে স্বজনরা। এ সময় চকিৎিসা সবোও ব্যাহত হয়। পরে হাসপাতালরে নরিাপত্তার দায়ত্বিে থাকা পুলশি ও আনসার সদস্যরা পরস্থিতিি নয়িন্ত্রণে আননে। ঘটনার প্রত্যক্ষর্দশী রামপুরা বাজাররে মুদি দোকানি ও স্থানীয় বাসন্দিা আছাদুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দকিে রামপুরা ডআিইটি রোড এলাকায় যুবলীগ রইছ গ্র“পরে একটি দল হরতালবরিোধী মছিলি বরে কর।ে মছিলিটি রামপুরা বাজাররে কাছাকাছি এলে ছাত্রলীগরে তপু গ্র“পরে লোকজন হামলা চালায়। তারা বশে কয়কেটি গাড়ি ও যুবলীগ নতোর্কমীদরে মোটরসাইকলে ভাংচুর কর।
অপর প্রত্যক্ষর্দশী রামপুরা আল আমনি র্ফামসেরি র্কমচারী আবদুল ছালাম জানান, দুপক্ষরে সংর্ঘষ চলাকালে তনিি বশে কয়কে রাউন্ড গুলরি শব্দ শুনছেনে। তনিি বলনে, প্রায় ১৫ থকেে ২০ মনিটি সংর্ঘষ চল। সখোনে বপিুলসংখ্যক পুলশি উপস্থতি থাকলওে তারা ছলি নীরব র্দশকরে ভূমকিায়। সংর্ঘষ ও গুলরি শব্দে পুরো এলাকায় আতংক ছড়য়িে পড়। সাধরণ মানুষ ভয়ে ছোটাছুটি শুরু করনে।
রামপুরা থানা যুবলীগরে যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম যুগান্তরকে জানান, জামায়াত-শবিরিরে ডাকা হরতালরে প্রতবিাদে তারা একটি মছিলি বরে করনে। এ সময় ছাত্রলীগ হামলা চালালে কমপক্ষে ১৫ জন আহত হন। এদরে মধ্যে নপিুণ (২২), আরফি (১৮), জহরি উদ্দনি (৩৫), জাহাঙ্গীর (২৮) ও সোয়বে আহমদেসহ (২৮) পাঁচজনকে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হয়ছে। বাকরিা স্থানীয় ক্লনিকি ও হাসপাতালে চকিৎিসা নয়িছেনে বলে তনিি দাবি করনে।
মাহবুব আলম বলনে, যুবলীগরে ওই মছিলিে অংশ নয়োর কথা ছলি স্থানীয় সংসদ সদস্য একএেম রহমত উল্লাহর। তনিি ঘটনার সময় রামপুরা টভিি ভবনরে সামনে অবস্থান করছলিনে। সখোনে যাওয়ার আগইে মছিলিে হামলা চালায় ছাত্রলীগ।তবে স্থানীয় সংসদ সদস্যরে উপস্থতি থাকার বষিয়টি নশ্চিতি হওয়া যায়ন। এ ব্যাপারে কথা বলার জন্য বারবার যোগাযোগরে চষ্টো করলেওে সংসদ সদস্য একএেম রহমত উল্লাহর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
রামপুরা থানার ওসি রফকিুল ইসলাম যুব ও ছাত্রলীগরে সংর্ঘষরে ঘটনা স্বীকার করলওে গোলাগুলরি কথা নশ্চিতি করনেন। তনিি বলনে, লর্বিষণরে কোনো ঘটনা আমার জানা নইে।তার দাব, মছিলিে র্কতৃত্ব নয়, এলাকার আধপিত্য নয়িে দুগ্রুপের সংর্ঘষরে ঘটনা ঘট।
ওই সংর্ঘষরে ঘটনায় আহত রামপুরা থানা ছাত্রলীগরে স্থানীয় নতো মো. সলেমিকে দুপুর ২টার দকিে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে নয়িে আসনে সংগঠনটরি দুই র্কমী বাবুল ও সায়মন। সংর্ঘষরে সময় প্রতপিক্ষরে হামলায় সলেমিরে মাথা ফটেে যায়। প্রথমে স্থানীয় একটি ক্লনিকিে প্রাথমকি চকিৎসা দয়োর পর দুপুরে তাকে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বভিাগরে সামনইে আহত সলেমি ও তাকে নয়িে আসা দুই ছাত্রলীগ র্কমীর ওপর হামলা চালায় হাসপাতালে থাকা যুবলীগ নতোর্কমীরা। তাদরে প্রহারে মাথা ফটেে যায় আহত সলেমিকে নয়িে আসা সায়মনরেও। তবে তনিি নজিকেে পথচারী দাবি করে বলনে, ঘটনার পর আহত যুবক সলেমিকে উদ্ধাররে পর তনিি ও তার এক বন্ধু (বাবুল) স্থানীয় একটি ক্লনিকিে নয়িে যান। সখোন থকেে ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে নয়িে আসনে।
প্রত্যক্ষর্দশীরা বলনে, সংর্ঘষরে সময় হাসপাতালে আতংক ছড়য়িে পড়।ে তাদরে চৎিকার ও ছোটাছুটতিে ব্যাহত হয় চকিৎিসা সবো। পরে হাসপাতালরে নরিাপত্তার দায়ত্বিে থাকা পুলশি ও আনসার সদস্যরা এসে পরস্থিতিি নয়িন্ত্রণে আননে। খবর পয়েে হাসপাতালরে র্ঊধ্বতন র্কমর্কতারা জরুরি বভিাগে ছুটে আসনে। যুবলীগ র্কমীদরে হামলায় আহত সায়মনকওে ঢামকে হাসপাতালে র্ভতি করা হয়ছেে বলে জানান হাসপাতালরে পুলশি ফাঁড়রি এএসআই সন্টেু চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category