Monday, November 30th, 2015




সোনারগাঁয় পৌরনির্বাচনে বিএনপি’কে ঠেকাতে আ’লীগের মনোনয়ন যুদ্ধে ৩ প্রার্থী

04(1)

সোনারগাঁ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ পৌর নির্বাচনী এলাকা সোনারগাঁ অথচ আওয়ামীলীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ৩ মেয়র প্রার্থী তাদের মনোনয়ন যুদ্ধে নেমেছেন রাজধানী ঢাকায়। সোনারগাঁ পৌরসভার বর্তমান মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বী ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তবে পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সোনারগাঁ পৌরসভা নির্বাচনে গত নির্বাচনের বিএনপি জামায়াত সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের নাম প্রস্তাব পাঠিয়েছেন।
এদিকে পৌর নির্বাচনের তরুণ মেয়র প্রার্থী এ্যাডভোকেট ফজলে রাব্বীর পক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেকিম মোল্লা, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সেলিনা আক্তার, কেন্দ্রীয় মহিলা যুবলীগ নেত্রী নাসরিন আক্তার ঝরা, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নাম প্রস্তাব করে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন। স্থানীয় আওয়ামীলীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারসহ উপজেলা আওয়ামীলীগের একাংশ এ্যাডভোকেট ফজলে রাব্বীর পক্ষে জোর লবিং করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের একচ্ছত্র সমর্থন রয়েছে। পাশাপাশি ফজলে রাব্বী নজরুল ইসলাম বাবুর আপন ভগ্নীপতি হওয়ার তিনি পৃথকভাবে কেন্দ্রে লবিং জোরদার করেছেন। অন্যদিকে সোনারগাঁ যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডভোকেট ইকবাল হোসেন তাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য লবিং করছেন।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সমর্থকরা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র সাদেকুর রহমান আওয়ামীলীগের মনোনয়ন পাবেন। আওয়ামীলীগ যে সংসদীয় কমিটিকে নাম প্রস্তাব করার কথা বলেছেন সংসদীয় কমিটি মেয়র সাদেকুর রহমানের নাম প্রস্তাব করে দলীয় প্রধানের কাছে পাঠানো হয়েছে।
মেয়র প্রার্থী এ্যাডভোকেট ফজলে রাব্বী সমর্থকদের দাবী, বর্তমান মেয়র নির্বাচন আসলে ভোল পাল্টান। একেক সময়ে তিনি একেক দল থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন। তিনি গত নির্বাচনে বিএনপির জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচন করে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করেছেন। এবার তিনি বিএনপি জামায়াতের দুঃসময় ভেবে আওয়ামীলীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করছেন। তাদের দাবী, কেন্দ্রীয় আওয়ামীলীগ তৃণমুলের কাছ থেকে প্রস্তাব চেয়েছেন। সোনারগাঁয়ে তৃণমূল বলতে এখন নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের কাউন্সিল না হওয়ায় কমিটিতে থাকা অনেক নেতা মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে রাজনীতি ছেড়ে নিষ্ক্রীয় হয়ে গেছেন। কমিটি না হওয়ায় আওয়ামীলীগে কোন্দল সৃষ্টি হয়েছে। এ কোন্দলের সুযোগ নিয়ে সাদেকুর রহমান আওয়ামীলীগের একটি অংশের সমর্থন নিয়ে কেন্দ্রে নাম প্রস্তাব করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category