Tuesday, December 8th, 2015




সিলেট মাজার জিয়ারতের পর ছাত্রলীগের অস্ত্রের মহড়া!

sile_20334সিলেট জেলা ছাত্রলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গরবার বিকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পৃথকভাবে এ মহড়া দেয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রণকারী নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র দেখা যায়।

 অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে টিলাগড়ে আরেকটি মিছিল হয়েছে। ওই মিছিলেও নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল।
 ছাত্রলীগের এই সশস্ত্র মহড়া শুরু হলে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে ছাত্রলীগের মধ্যে বিরোধ দেখা দেয়। কমিটিতে অছাত্র, বিবাহিত ও শিবির থেকে আগত অনেকেই স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
 জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিদ্রোহের আগুন জ্বলছে। কমিটি বাতিল ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবাঞ্ছিত ঘোষণা করে সোমবার নগরীতে ঝাড়ু মিছিল করে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category