সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভ্রামম্যমান আদালত মৌচাক বশির উদ্দিন সুপার মার্কেটে মেডিসিন কর্ণারকে ১০ হাজার, সানাড়পাড় লন্ডন মার্কেটে বিসমিল্লাহ মেডিকেল হলকে ১৫ হাজার ও মানিক মেডিকেল হলকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে। ড্রাগ লাইসেন্স ব্যতিত ঔষধের দোকান পরিচালনা, মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রয় ও ভুয়া ড্রাগ লাইসেন্স রাখার অপরাধে তাদের অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সিদ্ধিরগঞ্জ সার্কেল শিলু রায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন, সামসুদ্দিন সুপারেন্টেন্ড অব ড্রাগস নারায়ণগঞ্জ, ওমর ফারুক উপপরিদর্শক সিদ্ধিরগঞ্জ থানাসহ পুলিশের একটি দল।
এ সময় সানারপাড়ে ইষ্টভিউ নামের একটি ক্লিনিকের কাগজপত্র তাৎক্ষনিক না দেখাতে পারায় ওই ক্লিনিকের কর্মচারী স্বপন চন্দ্র দাস (২৮) কে আটক করে নিয়ে যায় ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়ের কার্যালয়ে বিকেলের মধ্যে হাজির হতে নির্দেশ দেন। নচেৎ ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে শিলু রায় জানান।
Leave a Reply