নারায়ণগঞ্জ প্রতিদিন ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা এবং নিহত দিনু বেগমের সৎ সন্তান, তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের পর আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব -১১।
Leave a Reply