Monday, November 16th, 2015




শেখ হাসিনার দৃঢ়তায় দেশে জঙ্গিবাদ দাঁড়াতে পারেনি : আমু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের অপচেষ্টা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় তা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Amu1447667436

ভাস্কর নভেরা আহমেদের অমূল্য ভাস্কর্য ‘উপবিষ্ট রমণী’ জাতীয় জাদুঘরে হস্তান্তর উপলক্ষে সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি জঙ্গিবাদ মোকাবিলায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, ‘জাতীয় জাদুঘর একটি দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহশালা। এর মাধ্যমে একটি জাতির সভ্যতার পরিচয় প্রকাশ পায়। আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের ভাস্কর্য সংরক্ষণের ফলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গুরুত্ব বৃদ্ধি পাবে।

বিশেষ করে, বিদেশি দর্শনার্থীরা এসব ভাস্কর্য প্রত্যক্ষ করে বাঙালি সংস্কৃতির গৌরব সম্পর্কে উচু ধারণা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে সৃজনশীল উদ্যোগ গ্রহণের জন্য জাতীয় জাদুঘরের কর্মীদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘ভাস্কর নভেরা আহমেদ ছিলেন সুন্দরের পূঁজারি, একজন সৎ ও সাহসী শিল্পী। সংবেদনশীল মানুষ হিসেবে নভেরা আহমেদ সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে শিল্প চর্চা করে গেছেন।’ সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় শিল্পী নভেরার লড়াকু ও সংগ্রামী জীবন প্রগতিশীল চিন্তার মানুষকে সাহস যোগাবে বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘ঢাকাকে সাংস্কৃতিক রাজধানীতে পরিণত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। এ জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হচ্ছে।’

পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংস্কৃতিকবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে নভেরা আহমেদের অমূল্য ভাস্কর্য ‘উপবিষ্ট রমণী’ হস্তান্তর করেন।

উল্লেখ্য, এ মূল্যবান ভাস্কর্যটি দীর্ঘ দিন ধরে বিসিআইসি ভবনে প্রদর্শিত হয়েছে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করতে আজ এটি জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হলো।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্পসচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, বরেণ্য শিল্পী হাসেম খান বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category