নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জামিন প্রাপ্ত ও কারাবন্দী বিএনপির ২৪ জন নেতা।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে নির্ধারিত দিনে তারা হাজিরা দেন।
কারাবন্দী নেতাদের মধ্যে ছিলেন, শহর বিএনপি’র সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নারায়ণগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান জুলহাস।
জামিনে থাকা ১৭ জন নেতার মধ্যে ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কালাম, সহ সভাপতি সরকার হুমায়ুন কবির, সুরুজ্জামান, আইনজীবী ফোরামের নেতা অ্যাড. বারী ভূইয়া, অ্যাড. আব্দুল হামিদ খান ভাষানী, অ্যাড. বোরহান উদ্দিন, বিএনপি নেতা কামাল, সুমন, সুজন প্রমূখ।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. বোরহান উদ্দিন টাইমস নারায়ণগঞ্জকে জানান, শহরের নিতাইগঞ্জে নাশকতার ঘটনায় সদর মডেল থানার দায়ের করা একটি মামলায় মঙ্গলবার বিএনপি’র জামিন প্রাপ্ত ও কারাবন্দী ২৪ জন নেতা আদালতে হাজিরা দিয়েছেন। এ সময় বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
Leave a Reply