Monday, November 16th, 2015




পৃথক জেলার ২ পালাতক আসামী বন্দরে গ্রেফতার

atok5

বন্দর করেসপন্ডেন্ট: খুলনা পাইকগাছা থানার অপহরণ মামলার পলাতক আসামী আল আমিন গাজী (২৬) কে বন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টায় কামতাল তদন্তকেন্দ্র পুলিশ বন্দরের মদনপুর বাস স্ট্যান্ডে হিমালয় কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আল আমিন গাজী খুলনা পাইকগছা থানার ফাহিম নগরের সোহরাব গাজীর ছেলে। পাইকগাছা থানার মামলা নং ৩৬(১০)১৫। দুপুরে বন্দর থানা পুলিশ ৫৪ধারায় তাকে আদালতে প্রেরণ করে।

অপরদিকে, মুন্সীগঞ্জের গজারিয়া থানার মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আলেকচাঁন (৩৪) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাতে পুলিশ তাকে বন্দরের দাড়ি সোনাকান্দা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলেকচাঁন একই এলাকার চায়না মিয়ার ছেলে। গজারিয়া থানার মামলা নং ৬(২)১৫। সে কুমিল্লা থেকে মাদক নিয়ে আসার সময় গজারিয়ায় মাদকসহ গ্রেফতার হয়েছিল। রোববার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category