Saturday, November 28th, 2015




পটুয়াখালীর দুমকীতে বঙ্গবন্ধুর সড়কের বেহাল দশা, দেখার যেন কেউ নেই

BANGABANDHU ROAD PICTURE
পটয়াখালী প্রতিবিদেক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পটুয়াখালীর দুমকী উপজেলার বঙ্গবন্ধু নামের সড়কটিতে খানা-খন্দে ভরা এবং রাস্তায় বড় বড় গর্ত থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে । বঙ্গবন্ধু নাম করনের সড়কটির যদি এই অবস্থা হয় তাহলে সাধারন রাস্তাগুলোর কি অবস্থা হবে তা আর বুঝতে বাকি থাকে না ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,দুমকী উপজেলার বঙ্গবন্ধু সড়কটি ইটের সলিশন থাকায় রাস্তাটিতে থাকা ইটাগুলো সরে যাওয়ায় সাধারন মানুষে যাতায়াতের অনুপযোগী হয়ে পরেছে । রাস্তাটিতে খানা-খন্দে ভরা এবং ইটা সরে যাওয়ায় বড় বড় গর্তের সৃস্টি হয়েছে । ফলে পথচারিরা নির্বিগ্নে চলাফেরা করতে পারছে না ।
স্থানীয়রা বলেন,এই রাস্তাটির নাম দেশের জাতীর জনক বঙ্গবন্ধুর নামে । কিন্তু রাস্তাটি দেখলে মনে হয় এই দেশে কোন জনপ্রতিনিধি নাই । বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা । আমরা চাই অতী দ্রুত রাস্তাটি মেরামত করে মানুষের দূর্ভোগ সমাধান করা হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category