শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : প্রার্থীতা না থাকায় অবশেষে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের (২০১৫-১৬ইং) মেয়াদে ১১ সদস্যের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার(৮ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সন্ধ্যায় এমনই তথ্য জানাযায়।
নারায়ণগঞ্জ ক্লাব সূত্রে জানাগেছে, সভাপতি পদে মাহমুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি শংকর রায়, জুনিয়র সহ-সভাপতি আসিফ হোসেন মানু, পরিচালক লিটন সাহা, আসাদুজ্জামান, রাজীব, মোফাজ্জল হোসেন মিন্টু, তমিজ উদ্দিন রিজভী, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ হৃদয়, খাজা এবায়দুল হক টিপু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন কমিটির চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানান, নির্বাচিতদের তালিকা বুধবার(৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে।
Leave a Reply