Monday, December 14th, 2015




নারায়ণগঞ্জে ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংর্ঘর্ষে আহত ৭

nganjp.comফতুল্লা থানা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জে ফতুল্লার পঞ্চবটিতে এক শ্রমিক নেতাকে সোমবার দুপুরে গ্রেফতার করাকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের সংর্ঘর্ষে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জে ফতুল্লা পঞ্চবটি এলাকা থেকে দুপুরে শ্রমিক নেতা পুলিশের হাতে আটক কে কেন্দ্র করে পঞ্চবটি ট্রাক স্টান্ডের শ্রমিকরা রাস্তা অবরোধ করে এ সময পুলিশ অবরোধ সরাতে গেলে পুলিশ – শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটে এত পুলিশ সহ ৬ জন আহত হয়।
আরো জানা গেছে, সকাল ১০টায় পঞ্চবটি এলাকায় পুলিশ এক ট্রাক শ্রমিক কে আটক করলে শ্রমিক নেতারা ঘটনাস্থলে মীমাংসার জন্য গেলে পুলিশ তাদের আটক করে এ খবর ট্রাক স্টান্ড এলাকায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা পঞ্চবটি স্টান্ড এলাকায় ট্রাক এলোপাতারি রেখে ও রাস্তায় আগুন দিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে ।খবর পেয়ে পুলিশ শ্রমিকদের আবরোধ উঠিয়ে নিতে বলে কিন্তু শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে পঞ্চবটি ট্রাক স্টান্ড এরিয়া রনক্ষেত্রে পরিনত হয় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া , পুলিশ সহ আহত হয় ৬জন।আহত তিন শ্রমিককে নাঃগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠান হয়।
শ্রমিকদের সাথে কথা বলে জানা য়ায়,শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ ঘটনাষ্থলে এসে সরাসরি গুলি চালায় এতে তাদের তিন শ্রমিক গুলি বিদ্ধ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও শ্রমিক দুপক্ষের মধ্যে আলোচনা চলছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের সাথে যোগাযোগ করলে কৌশলে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category