Saturday, November 28th, 2015




না:গঞ্জে বিএনপি’র প্রার্থী তালিকা দেয়া হয়েছে কন্দ্রীয় কার্যালয়ে

07
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ আসছে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের দুই পৌরসভার জন্য দুই প্রার্থীকে মনোনীত করে কেন্দ্রীয় কমিটিতে খসড়া তালিকা প্রেরণ করেছে জেলা বিএনপি। রূপগঞ্জের তাড়াবো পৌরসভার জন্য সফিকুল ইসলাম এবং সোনারগাঁ পৌরসভার জন্য মোশারাফ হোসেন কে মনোনীত করা হয়। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটিতে এই খসড়া তালিকা প্রেরণ করা হয়। তালিকায় একাধিক প্রার্থীর নাম উল্লেখ করা হলেও পৌর কমিটির সুপারিশ অনুযায়ী এদের মধ্য থেকে এই দুজনকে মনোয়ন দেয়ার সিদ্ধান্ত নেয় কমিটি।
এবিষয়ে জেলা বিএনপি’র সভাপতি এড. তৈমুর আলম খন্দকার বলেন, পৌর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা দুই পৌরসভার জন্য এই দুইজনকে বাছাই করে কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি দেশের আসন্ন পৌরসভার সকর প্রার্থীদের তালিকা একযোগে প্রকাশ করবে।
নির্বাচনকে ঘিরে সংঘাতের আশংকা করছেন কী না এ বিষয়ে তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হলো দেশে একতন্ত্র কায়েম করা। এই নির্বাচনটি সুষ্ঠ হবে কী না এ বিষয়ে সরকারই ভালো বলতে পারবে। তারা যদি একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের চিন্তা নিয়ে নির্বাচন পরিচালনা করে, তাহলে এই নির্বাচনে আমরা এইটি ভালো ফলাফলের আশা রাখতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category