বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ অবশেষে প্রায় দুই বছর পর গঠিত হলো নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি। নতুন পুরানো মিলিয়ে ৭১ সদস্যের কমিটি চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন হয়নি। তবে নতুন কমিটিতে জেলা যুবলীগের অনেক সিনিয়র নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, ৭১ সদস্যের কমিটি চুড়ান্ত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ২নং রেল গেট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।
তবে সম্ভাব্য যাদের নাম নতুন কমিটিতে শোনা যাচ্ছে তাদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক পদে জেলা যুবলীগের সহ সভাপতি জাকিরুল আলম হেলাল প্রায় নিশ্চিত। এছাড়া নতুনদের মধ্যে জিএম আরাফাত, মাহমুদা মালা, আহসান হাবিব, সোহেল আহমেদের নামেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সকল জল্পনা কল্পনার অবসানের জন্য অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
Leave a Reply