শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ শহরের ঐতীহাসিক বালুরমাঠ টেক্সিক্যাব স্ট্যান্ডে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপি উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)।
মঙ্গলবার সকালে রাজউকের পক্ষে মাইক্রো ও টেক্সি স্টান্ডের জমি নিজ উদ্যোগে খালি করে দিতে মাইকিং করা হয়। এর পরই শুরু হয় মাইক্রো ও টেক্সি মালিক-শ্রমিকদের দফায় দফায় বৈঠক। সর্বশেষ বৈঠক হয় গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টায় মালিক-শ্রমিক সমিতির কার্যালয়ে। ওই বৈঠকে সবার সম্মতিক্রমে সিন্ধান্ত নেয়া হয়েছিল, শান্তিপূর্নভাবে এই অন্যায় উচ্ছেদের প্রতিবাদ করা হবে। তাতে কাজ না হলে প্রতেকটি মাইক্রো ও টেক্সি নগরীর প্রধান প্রধান সড়ক ব্যরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিবে। এছাড়াও উচ্ছেদের প্রতিবাদে আজ (বুধবার) তারা ধর্মঘট ডেকেছিল। যে কারনে গনমাধ্যমকর্মীরা আজ সকাল ৯ টার মধ্যে সেখানে হাজির হন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় উচ্ছেদ করতে আসার আগেই চালকগন নিজ নিজ উদ্যোগে মাইক্রো ও টেক্সিগুলো সরিয়ে নিচ্ছেন।এরই ধারাবাহিকতায় বেলা ১১ টায় একটি বুলডোজার, শতাধিক উচ্ছেদকর্মী ও প্রায় ৩ প্লাটুন পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে আসে রাজউক কর্তৃপক্ষ। তখন উচ্ছেদকর্মীরা বিনা বাঁধায় অনেকগুলো দোকানপাট ও সমিতর কার্যালয় উচ্ছেদ করে চতুরপার্শে কাটা তারের বেড়া দিয়ে (রাজউকের নিজস্ব সম্পত্তি) লেখা একাধিক সাইনবোর্ড স্থাপন করেন। এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাজউক প্রধান কার্যালয়ের পরিচালক দুলাল কৃষ্ণœ সাহা ও আঞ্চলিক কার্যালয়ের পরিচালক।
এদিকে মাইক্রো ও টেক্সি চালকগন নিজ নিজ গাড়ী নিয়ে নগর ভবনের সামনে গিয়ে হাজির হন। পরে সমিতির সি:সহ সভাপতি গেদু সর্দারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নাসিক মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র আইভী ধর্য ধরার আহবান জানিয়ে তাদের বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply