Sunday, December 6th, 2015




দুমকিতে হারিয়ে যাওয়া হৃদয়ের ২০দিনেও সন্ধান মেলেনি

Dumki pic 6 december
পটুয়াখালী (দুমকী) প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পটুয়াখালীর দুমকিতে গত তিন সপ্তাহ আগে হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র হৃদয় প্যাদা (১১)’র এখনও খোঁজ মেলেনি। তার পরিবারসহ আত্মীয়-স্বজনরা হন্যে হয়ে খুজঁছে । ছেলে হারানোর বেদনায় মায়ের কান্না যেন থামছেই না। নিখোঁজ হৃদয়ের পিতা উপজেলার দুমকি গ্রামের শহিদ প্যাদা (০১৯৬০৬৮৬০১২/ ০১৭১৩৩৫৮১২১) জানান, তার পুত্র থানা ব্রীজ সংলগ্ন শহীদ গোলাম সরোয়ার নুরানী মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র। গত ১৭ নভেম্বর মাদ্রাসা থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বিকালে রাস্তায় খেলতে বের হয়ে আর ঘরে ফেরেনি । পরদিন থানায় ডায়রীও করা হয়েছে। প্রায় সারে ৩ ফুট লম্বা হৃদয়ের পরনে জিন্সের প্যান্ট ও হাফ শার্ট ছিল বলে জানা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category