পটুয়াখালী থেকে এম আমির হোসাইন, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ’র মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো. মনসুরুল আমীন (৭৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার রাত ১১.১৫ মি. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………….রাজিউন)। তাঁর মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুদ্দীন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শ্রদ্ধা নিবেদন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে।
Leave a Reply