Saturday, November 28th, 2015




জামান সরকারের পরিবারের উপর আবার আক্রমন

স্টাফ রিপোটাার,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে যুবদল নেতা জামান সরকার ও স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ চলে আসছে। এরই জের ধরে কুমিল্লা জেলার মুরাদনগর থানার শ্রীকাইল ইউনিয়নের যুবদল নেতা জামান সরকারর ছোট ভাই মামুন সরকারকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। সেই আঘাতের রেশ কাটতে না কাটতেই যুবদল নেতা জামান সরকারকে যেখানে পাবে সেখানে হত্যা করে হবে বলে সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ জামান সরকারের পরিবারের । ঘটনার বিবরনীতে জানা যায় যে, জামান সরকার তার নিজ জায়গাতে দীর্ঘদিন ধরে ঔষধ ব্যবসা করে আসছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়াজ ও তার বাহিনী শত্রুতা মূলক ভাবে জামান সরকারকে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করেন এবং তার ব্যবসা দখল করে নেয়। তার ব্যবসা পূনরুদ্ধারের জন্য জামান সরকারের ছোট ভাই মামুন সরকার ও তার সহযোগীরা চেষ্টা চালালে গত ১/১০/২০১৫ ইং তারিখে ঘটনা স্থলে সন্ত্রাসীদের আক্রমনে মামুন সরকার গুরুতর আহত হন পরে স্থানীয় হাসপাতালে দির্ঘদীন চিকিৎসা নিয়ে মামুন সরকার সুস্থ হন। এই নিয়ে গৃহহীন জামান সরকারের পরিবারটি এখন দিশে হারা।

Comments are closed.

More News Of This Category