Thursday, November 19th, 2015




জামপুর ইউপি চেয়ারনম্যান জনগনের বন্ধু

hanif Chairman

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মাদ হানিফ সাধারন বন্ধু এমন কথা বলছে তার নির্বাচনি এলাকার লোকজন ।
জানা গেছে, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহন করার পর থেকেই তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে সাধারন মানুষের সেবা করে চলেছেন । এই ইউনিয়নের কোন বাসিন্দা বিপদে পরে হানিফ চেয়ারম্যানের কাছে আসলে যথাসাধ্য উপকার করার চেষ্টা করেন । কাউকে তিনি নিরাস করেন না। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করেন। সাধারন মানুষের সাথে ভাল আচরন করে থাকেন।চেয়ারম্যানের নিকট যদি কেউ জন্ম নিবন্ধন,ট্রেড লাইসেন্স,চারিত্রিক সনদপত্র ও ওয়ারিশ সার্টিফিকেট নিতে আসেন তিনি সেই আবেদন ফরম অনেক সময় নিজেই পুরন করে দেন । তাছারা তার অধিনস্ত সকল ইউপি সদস্যদের সাথে পরামর্শ করে সকল কাজ পরিচালনা করেন । ভাল কাজের জন্য তিনি গত ২০১৩ সনে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরুষ্কার লাভ করেন এ ছারাও রয়েছে নানা পুরুষ্কার যা তিনি তার ভাল কাজের জন্য স্বৃকৃতি পেয়েছেন ্
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউািপ সদস্যের সাথে কথা বললে তিনি নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান,জামপুরের চেয়ারম্যান বাংলাদেশের সকল চেয়ারম্যানের থেকে আলাদা । তিনি সব সময় আমাদের দিকে খেয়াল রাখেন এবং বিপদে আপদে পাশে থাকেন । আমরা চাই সে পুনরায় নির্বাচিত হয়ে এই ইউনিয়নের মানুষের সেবা করে যেতে পারেন ।
স্থানীয়সুত্রে থেকে জানা যায়,কোন কাজের জন্য বা পরামর্শের জন্য হানিফ চেয়ারম্যানের নিকট গেলে তিনি মনোযোগ সহকারে আমাদের কথা শুনে সঠিক পরামর্শ দিয়ে থাকে । সে যাতে পুনরায় নির্বাজিত হয় সেটাই আমরা কামনা করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category