-
- Uncategorized, রাজনীতি
- ছাত্রলীগ-যুবলীগ আর পুলিশ মিলে দেশকে ধ্বংস করে দিয়েছে॥ খালেদা জিয়া
- Update Time : December, 8, 2015, 6:35 pm
- 567 View
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ছাত্রলীগ-যুবলীগ আর পুলিশ মিলে দেশকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, দেশে কোনো বিনিয়োগ নেই, বিদেশীরা দেশে বিনিয়োগ করতে আসছে না। এই ডাইনি আর নরপিচাশরা সব কিছু ধ্বংস করছে।
মঙ্গলবার রাতে নিজের গুলশানের বাসায় ‘আইন-শৃংখলা বাহিনীর নির্যাতনে পঙ্গুত্ব বরণ করা ছাত্রদলের নেতাকর্মীদের অনুদান’ প্রদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশের মানুষের দিকে তাকান। র্যাবকে বলবো- হত্যা-গুম বন্ধ করুন। বিচার বিভাগকে বলবো- নিরপেক্ষভাবে বিচার করুন। সিভিল প্রশাসনকেও নিরপেক্ষ থাকার জন্য বলবো।’
দেশবাসীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আপনারা জেগে উঠুন। আর কত ভাই-বোন হারাবেন, সন্তান হারাবেন।’
তিনি বলেন, ‘পৌর নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়েছে। কারচুপি ও ষড়যন্ত্রের সব তথ্য আমাদের কাছে আছে।’
খালেদা জিয়া প্রশ্ন রেখে বলেন, ‘এ কোন দেশে বাস করছি আমরা? তারা (আওয়ামী লীগ) এত বড় করে মুক্তিযুদ্ধের কথা বলে। এ জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে নিজের দেশের মা-বোনদের নির্যাতন করবো? তাদেরকে ধর্ষণ করবো?’
তিনি বলেন, নিজের দেশের এই ছোট-ছোট মুখগুলো, মায়েরা যখন আমাদের কাছে এসে কান্নায় ভেঙে পড়ে, কী সান্ত্বনা তাদের দেবো?
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘র্যাব-পুলিশকে বলবো- এগুলো বন্ধ করুন। এসব হত্যা করা বন্ধ করুন। আপনাদের কাজ নিজের দেশের মানুষকে হত্যা করা নয়।’
তিনি বলেন, দেশে আজ বিদেশীরা বিনিয়োগ করতে ভয় পায়; তারা এদেশে আসতেও ভয় পায়। আমাদের ব্যবসা-বাণিজ্য বাইরে চলে যাচ্ছে। গার্মেন্টস শিল্প আজ শেষ হতে বসেছে।
শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘সব ছাত্রলীগের দখলে। সেখানে মাস্তানি আর সন্ত্রাস চলে। সাধারণ ছাত্ররা অনেকে হলে থাকতে পারে না। যেন ছাত্রলীগ না হলে হলে থাক যাবে না, ইউনিভার্সিটিতেও যাওয়া যাবে না।’
Leave a Reply