Tuesday, December 8th, 2015




কেরানীগঞ্জে অনামিকা হত্যা মামলা॥এক জনের ফাঁসি,চার জনের যাবতজীবন

hang_pic_15944প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : মামলায় নিম্ন আদালতের দেয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট।  মঙ্গলবার বিচারপতি ভবানীপ্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ ও ডেথ রেফারেন্স গ্রহণ করে এই রায় দেয়।

 রায়ে মামলার প্রধান আসামি মো. মানিকের ফাঁসি ও অপর চার আসামি জনি ঘোষ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন ও নুরুল ইসলাম মুন্সির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
 ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি কেরানীগঞ্জরে পশ্চিম বামনসুর এলাকার স্পেসিফিক কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী অনামিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে আসামিরা। অপহরণকারীরা তার পবিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের বাবা সুধারাম ঘোষ তাদের ২ লাখ টাকা দেন। পুরো অর্থ না দেয়ায় তারা অনামিকাকে হত্যা করে। ৫ দিন পর মানিকগঞ্জের শিবালয়য়ের একটি ইরি ব্লক থেকে অনামিকার লাশ উদ্ধার করা হয়।
 এ ঘটনায় নিহতের বাবা সুধারাম ঘোষ একটি হত্যা মামলা করেন। ঐ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-৪ আসামিদের ওই সাজা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category