Monday, December 7th, 2015




কমলাপুরে বাসের ধাক্কায় এক নারী নিহত

234f5e114076dbfc4e044322168a1294-dhaka

বিশেষ প্রতিবেদক,নারায়নগঞ্জ প্রতদিন ডট কম : রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার রাত সোয়া আটটার দিকে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, রিকশাভ্যান চালক জসিম (৩০) ও পোশাক কারখানার শ্রমিক হাজেরা বেগম (৩২)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, রাতে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডের সামনের সড়কে দ্রুতগতির বলাকা পরিবহনের একটি বাস তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা ওই নারী নিহত ও বাকি দুজন আহত হয়। এ ঘটনার পর ধাওয়া করে বাস ও চালক মো. আরিফকে আটক করে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক  বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category