নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : বাংলাদেশের পোশাক কারখানাগুলোর ভবন এবং আগুনের ঝুঁকি কমানো, কর্মসংস্থান বৃদ্ধিতে সামাজিক পদ্ধতি প্রবর্তনের জন্য সম্ভাব্যতা যাচাই, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, শ্রমিকদের স্বাস্থ্য সেবাসহ নানা বিষয়ে আরো আধুনিকায়ন করতে বাংলাদেশর ১৭সদস্য বিশিষ্ট্য একটি দল কম্বোডিয়া অবস্থান করছেন। কম্বোডিয়া সফর শেষে দলটি মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আর্ন্তজাতিক শ্রম সংস্থার (আইএলও) আয়োজনে এ সফর।
সফরকারী দলটিতে আছেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফাইজুর রহমান, উপ-সচিব মো: শাহজাহান মিয়া, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড. সৈয়দ আবুল এহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো: একলাছুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, বিজিএমইএ’র পরিচালক মো: নাসির উদ্দিন, বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহ-সভাপতি গোলাম মাঈনুদ্দিন, বাংলাদেশের পোশাক শ্রমিক ফেডারেশনের (বিএডব্লিউএফ) সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সদস্য রাজেকুজ্জামান রতন, ঢাকা, জার্মান ও সুইজারল্যান্ডের আইএলও এর ২ জন বিশেষজ্ঞ, এ্যাকচুয়ের, প্রোগ্রাম অফিসার, এ্যাডভাইসর, টেনিক্যাল এ্যাডভাইসরসহ সামাজিক সুরক্ষা বিষয়ক একজন পরামর্শক রয়েছে।
দলটি গত মঙ্গলবার দুপুর ১:৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩৫ মিনিটে কম্বোডিয়ার নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁচ্ছায়।
এরপর বুধবার সকালে কম্বোডিয়ার ন্যাশনাল সোসিয়াল সিকিউরিটি ফান্ড (এনএসএসএফ) এর সাথে সামজিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেএমইএ’র পক্ষ হতে বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম একটি স্যুভেনিওর প্রদান করেন ন্যাশনাল সোসিয়াল সিকিউরিটি ফান্ড (এনএসএসএফ) এর নির্বাহী পরিচালক অক সেমভিথিয়া কাছে। এসময় কম্বোডিয়া নম পেনে এনএসএসএফ এর অফিসে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফাইজুর রহমান, সুইজারল্যান্ড জেনেভা আইএলও এর এ্যাকচুয়ের হিরোশি ইয়ামাবানা, বিজিএমইএ‘র পরিচালক নাসির উদ্দিন, বাংলাদেশের পোশাক শ্রমিক ফেডারেশনের (বিএডব্লিউএফ) সভাপতি তৌহিদুর রহমান।
এরপর দুপুরে কম্বোডিয়ার ইউনিয়ন ফেডারেশনের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেমমইএ’র পক্ষ হতে বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম কম্বোডিয়া কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সভাপতি চাউন মমথরের হাতে স্যুভেনিওর হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশনের তৌহিদুর রহমান প্রমুখ।
বৃহস্পতিবার সকালে কম্বোডিয়া নম পেনের ইন্টারকন্টিনেন্টাল একটি হোটেলে শ্রম ও বৃত্তিমূলক ট্রেনিং মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটি। এরপর কম্বোডিয়ার ন্যাশনাল সোসিয়াল সিকিউরিটি ফান্ড (এনএসএসএফ) এর আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন তারা।
২০ নভেম্বর শুক্রবার সকালে নম পেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সামাজিক নিরপিত্তা বিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণের কথা রয়েছে। এরপর দুপুরে নম পেনে অবস্থিত ক্যামেট হাসপাতাল ও কিউএমআই একটি গার্মেন্ট পরির্দশনে যাবে। হাসপাতাল ও গার্মেন্ট পরির্দশন শেষে দলটি কম্বোডিয়ার সিএম রীপ উদ্দেশ্যে রওনা হবে।
Leave a Reply