এক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে একথা বলেন। মুহিত জানান, বেতন কাঠামো কার্যকরের আদেশ আইন মন্ত্রণালয়ে অপেক্ষমাণ রয়েছে। আজ-কালের মধ্যে তা অর্থ মন্ত্রণালয় আসবে। এরপরই আদেশ জারি হবে। বর্ধিত বেতন কাঠামোর আদেশ এ সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটাই শেষ বেতন কাঠামো। আর বাড়ানো হবে না। তাছাড়া বেতনের গ্রেড নিয়ে শিক্ষকদের মনোমালিন্যও দূর হয়েছে। দু’দফায় বাড়া বেতন কাঠামোর বাকি অংশ জুলাইয়ে কার্যকর হবে। জুলাইয়ে কার্যকর হওয়া বেতনের একাংশের টাকা কর্মকর্তা-কর্মচারীরা এক সঙ্গেই পাবেন। বেতন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো পরবর্তী ৫ বছর অন্তর সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও বেতন-ভাতা বাড়ার একটি নির্দেশনা থাকবে। তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। আগে ৯১-৯২ হাজার কোটি টাকার বাজেট হতো। এখন তা ৩ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বাজেটে জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। আগামী বাজেটে মানবসম্পদ খাত প্রাধান্য পাবে। এর সঙ্গে প্রাধান্য পাবে সামাজিক নিরাপত্তা, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য খাত। অর্থমন্ত্রী বলেন, ২০১৮ সালের জাতিসংঘের বিশেষ কমিটির সভায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে বলে আমাদের ধারণা।
Leave a Reply