নারায়ণগঞ্জ প্রতিদিন.কম : জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) এর নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । শুক্রবার বিকাল ৪টায় ডিআইটি’র এলাকায় অবস্থিত জেলার জাসদ কার্যলয়ের সামনে এ সম্মেলন আয়োজন করা হয়েছে ।
জেলা জাসদের সভাপতি বীর মুক্তীযুদ্ধা আলহাজ্ব আব্দুস্ ছাত্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক শরিফুল নুরুল লামীয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পদক ইকবাল হোসেন খাঁন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকওয়াত রায়হান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহুর আলী চৌধুরী, মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ।
জাসদের বার্ষিক সম্মেলনে জেলার সকল নেতাকর্মীকে যোগদেয়ার আহবান জানিয়েছেন জেলা কমিটির সাধারন সম্পাদক মুহুর আলী চৌধুরী।
Leave a Reply