Thursday, November 26th, 2015




হজের থেকে বেশী প্রয়োজন হলো বাবা-মায়ের খোজ খবর নেয়া : জালকুড়িতে শামীম ওসমান

samim osman 1
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকড়ি এলাকায় উত্তরপাড়া যুব সমাজের উদ্যেগে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে প্রধারন অথিথি হিসেবে অংশগ্রহন করেন  নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ জননেতা একে এম শামীম ওসমান এমপি ।
জানা গেছে,উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় উত্তরপাড়া যুব সমাজের উদ্যেগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উপস্থিত হয়ে তার মূল্যবান বক্তব্য পেশ করছেন মুসুল্লিদের উদ্দেশ্যে । তার বক্তব্য শুনতে ঐ এলাকার শত শত মানুষ জমায়েত হয়েছেন ।

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন,পিতা-মাতকে সম্মান করার কথা বলে তিনি বলেন বাবা-মা সবার উপরে তাদেরকে শ্রদ্ধা করতে হবে । যতই হজ করেন না কেন কোন লাভ হবে না । হজের থেকে বেশী প্রয়োজন হলো বাবা-মায়ের খোজ খবর বা তাদের সেবা  করা । আমি যুব সমাজ নিয়ে খুবই চিন্তিত কিন্তু এই অনুষ্ঠানটির উদ্যেক্তা সেই যুব সমাজ । অনেক জায়গায় দেখি যুবকেরা মাদক খেয়ে নষ্ট হয়ে যেতে । কিন্তু এখানের অবস্থা সম্পূন্ন বিপরীত । তাই আমি অনুরোধ জানাবো এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো বেশী করে আয়োজন করা উচিত। এছাড়াও ধর্মীয় অনেনক মূল্যবান বক্তব্য পেশ করেন । তার বক্তব্য শোনার জন্য দুর দুরন্ত থেকে শত শত মানুষ মাহফিলে যোগ দেন । এসময় এলাকার আওয়ামীলীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে শামীম ওসমানের পিএস নিপু ও সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল সহ অন্যান্য নেতাকর্মিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category