বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : দক্ষণি করোণীগঞ্জে একই পরবিাররে চারজন হত্যা মামলায় ৪ আসামকিে মৃত্যুদণ্ড দয়িছেনে আদালত। বৃহস্পতবিার ঢাকা জলো দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করনে। এছাড়া এই মামলায় একজনকে খালাস দয়ো হয়ছে।ে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামরিা হলনে- সুমন ওরফে ডাকু সুমন, জাকারয়িা হোসনে. সএিনজি সুমন ও নাজরি উদ্দনি। এছাড়া মামলায় আফসানা আক্তারকে খালাস দয়ো হয়।
মামলার অভযিোগ থকেে জানা যায়, ২০১৪ সালরে ২৫ সপ্টেম্বের দক্ষণি করোণীগঞ্জ থানাধীন কদমপুর শাকনি এলাকায় শামসুদ্দনি ময়িার বাড়তিে পরকীয়ার জরে ধরে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছলেে ইমরান, ময়েে সানজদিাকে হত্যা করা হয়।
এ ঘটনায় সাজুর ভাই বছরিউদ্দনি পরে একটি মামলা দায়রে করনে।
এরপর ২০১৫ সালরে ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী র্কমর্কতা করোনীগঞ্জ থানার এসআই মনরিুজ্জমান আসামি সুমন ডাকু সুমন, জাকারয়িা হোসনে, সএিনজি সুমন, নাজরি উদ্দনি ও আফসানার বরিুদ্ধে অভযিোগপত্র দাখলি করনে।পরর্বতীতে আদালতে আসামরিা স্বীকারোক্তমিূলক জবানবন্দী দনে।
গত জুন মাসে আসামদিরে বরিুদ্ধে বচিার শুরু হয়। মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৪ জনরে জবানবন্দি গ্রহণ করনে আদালত।
– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://িি.িলঁমধহঃড়ৎ.পড়স/পঁৎৎবহঃ-হবংি/২০১৫/১১/২৬/১৩৮৬২#ংঃযধংয.এড়টধহকর৫.ফঢ়ঁভ
Leave a Reply