আসন্ন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচত সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠকে অংশ নেয়ার আগে বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান যুগান্তরকে বলেন, চেয়ারপারসন দলের সিনিয়র নেতাদের ডেকেছেন। তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
Leave a Reply