Tuesday, December 1st, 2015




৭ খুনের মামলার চার্জশিট মারাত্মক ত্রুটিপূর্ণ হাইকোর্ট

7-Madar

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার চার্জশিট (অভিযোগপত্র) মারাত্মক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। মামলার অধিকতর তদন্ত চেয়ে গত সপ্তাহে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের শুনানিকালে এ মন্তব্য করা হয়। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, ‘চার্জশিটে মারাত্মক ত্রুটি রয়েছে। মামলার স্বার্থে তা বলা যাবে না। আপনারা তা ভাল করে খুঁজে দেখেন। সাত খুন মামলার রেজাল্টের দিকে দেশবাসী তাকিয়ে আছে।’ আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মনিরুজ্জামান কবির।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা মামলায় অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানি রবিবার হাইকোর্টে শুরু হয়। সেদিন আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করেন আদালত।

 

 

– See more at: http://www.bd-pratidin.com/national/2015/12/01/112938#sthash.o7OObcIB.dpuf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category