Sunday, November 29th, 2015




ফতুল্লায় এমভি ঝুমুরের জাহাজি শ্রমিকদের মারধর,নগদ টাকা ছিনতাই ॥ আহত ৪

jahaj
ফতুল্লা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীর বুড়িগঙ্গা নদী পথে দক্ষিন কেরানীগঞ্জের উদ্দেশ্যে সকাল ৮ টায় বালুবাহী বাল্কহেড এমভি ঝুমুরের গতীরোধ দুর্বৃত্তদের হামলায় আহত ৪ । এসময় জাহাজে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা ।
জানা গেছে,উপজেলার ফতুল্লা বক্তাবলীর বুড়িগঙ্গা নদী পথে প্রতিদিনের ন্যায় বালুবাহী বাল্কহেড এমভি ঝুমুরের গতীরোধ করে নামধারী শ্রমীক নেতারা । এ সময় জাহাজের লোকজনের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে শ্রমীক নেতা নামধারী বজলু ও মনির মাষ্টার বাহিনীর সদস্যরা রড ও লাঠি দিয়ে পিটিয়ে ৪ জনকে আহত করে । আহতেরা হলেন,জাহাজের গ্রিজার সবুজ,লস্কর সাদ্দাম,মিস্ত্রী করিম ও বাবুর্চি জসিম । তাদের আতœচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । পরে তাদের চিকিৎসার জন্য খানপুর ৩ শ শয্যা বিািশস্ট হাসপাতালে পাঠানো হয় । এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category