Saturday, November 28th, 2015




কক্সবাজারে সেনাবাহিনীর বিমান মহরায় নিহত ১,আহত ৩

ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর বিমান ভূপাতিত করার মহড়ায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

 শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার মনখালী ফায়ারিং রেঞ্জে এ ঘটনা ঘটে।
 নিহত সেনাসদস্যের নাম কর্পোরাল ইব্রাহিম খলীল। এ ঘটনায় আহত তিন সেনাসদস্য হলেন-লেন্স কর্পোরাল হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেল।
 নিহত সেনাসদস্যের লাশ সেনা ক্যাম্পেই রয়েছে। রাত ১০টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
 আহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে তাদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
 কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত তিন সেনাসদস্যদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
 সেনাবাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস কমান্ডিং মেজর রাশেদুল জানান, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য সেনাসদস্যরা মনখালী ফায়ারিং রেঞ্জে বিমান ভূপাতিত করার মহড়া দিচ্ছিলেন। অসতর্কতায় ফায়ারিং উল্টো নিজেদের গায়ে পড়ে ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category