স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : শনিবার বিকেলে বন্দরের ধামগড় ইউনিয়নস্থ আমৈর বটতলা খেলার মাঠে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে ধামগড় ইউনিয়ন আ’লীগের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না’গঞ্জ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ বলেন ‘এখানে আমি নির্বাচনি কোন বক্তৃতা দিতে আসিনি। দল যাকে মনোনয়ন দিবে সময়মত সবাই আমরা তাকে জয়ী করার জন্য কাজ করব। ধামগড় ইউনিয়ন বঙ্গবন্ধুর কথা ছাড়া আর অন্য কোন কথা বলেনা। এই ইউনিয়ন বঙ্গবন্ধুর আদর্শের একটি ইউনিয়ন। যারা মানুষ পুড়িয়ে মেরেছে তাদেরকে আমরা কোনদিন ক্ষমা করবনা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলে মিলে কাজ করলেই দেশে এগিয়ে যাবে, দেশে শান্তি আসবে’। উক্ত কর্মী সভায় না’গঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূঁইয়া, না’গঞ্জ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ভিপি বাদল, এড. মাহমুদা মালা, বন্দর থানা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রউফ ও শ্রম সম্পাদক সোনা মিয়া মেম্বার, ধামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বন্দর থানা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আলহাজ্ব মাসুম আহম্মেদ, বন্দর থানা আ’লীগের সদস্য ও ধামগড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আলমাস ভূঁইয়া, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর থানা যুবলীগ সাধারণ সম্পাদক হাতেম হোসাইন ও সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মদনপুর ইউনিয়ন আ’লীগ সাধাঃ সম্পাদক নাজিম উদ্দিন মেম্বার, মদনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমানউল্লাহ, বন্দর থানা কৃষক লীগের সাধাঃ সম্পাদক হাজ্বী কাশেম, মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা আব্দুল আজিজ দেওয়ান, নাসিক ২৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আল মামুন, মুছাপুর ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক ইয়াকুব মিয়া, না’গঞ্জ মহানগর (বন্দর) ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশি ওয়াহিদুজ্জামান অহিদ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধাঃ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মদনপুর ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোস্তফা ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন আ’লীগ নেতা শফিকুল ইসলাম, বন্দর থানা ছাত্রলীগ নেতা আল-আমিন ও শাওন, ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধাঃ সম্পাদক আবু সাঈদ সহ নারায়ণগঞ্জ জেলা আ’লীগ, বন্দর থানা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উক্ত সভায় ধামগড় ইউপি’র ৫নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ‘আমরা নির্বাচিত হয়ে সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছি এবং আ’লীগের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে দল মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করে যাব এবং বঙ্গবন্ধুর আদর্শের একটি সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাব ইনশাল্লাহ’্।
Leave a Reply