স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নিয়মিত গ্যাস সরবরাহ, সঠিক বিদ্যুৎ বিল, রাস্তা মেরামত ও ডিএনডি বাঁধে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফতুল্লা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় ফতুল্লা শিবু মার্কেট এলাকায় এ সমাবেশটি হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফতুল্লা শাখার সদস্য ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলা শাখার সভাপতি এম.এ. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশের কমিউনিস্ট পাটি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রী শাহানারা বেগম ও ফতুল্লা শাখার সম্পাদক রনজিত দাসসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে কিন্তু ঠিকমত সরবরাহ করা হচ্ছে না। গ্যাসের অভাবে রান্না বাড়া করা যায় না। কারখানায় উৎপাদন বন্ধ থাকে। কোন কারন ছাড়াই বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও মিটারের চেয়ে বাড়তি বিল দিয়ে গ্রাহকদের হয়রানী করা হয়। ভাঙা রাস্তা মেরামত করা হচ্ছে না। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা নেই। রাস্তা-ঘাটে পঁচা দুর্গন্ধ আবর্জনা পরিস্কার করা হয় না। সরকারীভাবে মশার ঔষধ ছিটানো হয় না। ডাইং ও বিভিন্ন কারখানার নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য -খাল-বিল নদীর পানি প্রতিনিয়ত দূষিত করে চলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক হারে শ্রমিকরা ছাঁটাই ও নির্যাতনের শিকার হচ্ছে। সরকারী কর্মচারীদের বেতন দ্বিগুন করা হয়েছে কিন্তু শ্রমিকদেরকে বাঁচার মত মজুরী দেওয়া হচ্ছে না। ডিএনডি বাঁধে জলাবদ্ধতার স্থায়ী কোন সমাধান করা হচ্ছে না। পাড়া মহল্লায় মাদকের ছড়াছড়ি, নারী ধর্ষণ, শিশু অপহরণ তো আছেই। মানুষ খুন হয় বিচার হয় না। ফতুল্লার জনপ্রতিনিধিরা কি করে? সরকার কী করে? তাদের পক্ষ থেকে জনজীবনের এইসব সংকট সমাধানের উদ্যোগ নেই। তাই আসুন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হই। আন্দোলন গড়ে তুলি।
Leave a Reply