বিশেষ সংবাদদাতা,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : কমপক্ষে ২ কোটি টাকা মূল্যের ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার, ৫২৭ ঘনফুট গর্জন রদ্দা কাঠ বোঝাই ট্রাক জব্দসহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ বাহিনীর একটি অভিযানিক দল। লেঃ কমান্ডার মোঃ গোলজার হোসেন ও সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন (পিপিএম) এর নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে কাঠবাহী (ঢাকা মেট্রো ট-১৪-২১০১) ট্রাক দিয়ে অভিনব কৌশলে পাচার করার সময় র্যাব ইয়াবা ট্যাবলেটসহ গাড়ীর চালকদের গ্রেফতার করে। ধৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার উত্তর পুকুরিয়া গ্রামের মকবুল আহম্মেদের ছেলে মোঃ ইউসুফ (২৩) ও একই থানার হরিনমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ জাফর (২৫)।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর সপ্তরে গতকাল শুক্রবার বেলা ১১ টায় সাংবাদি;ক সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার লতিফ খান জানান, কক্সবাজার জেলার উখিয়া থানার হারিশা গ্রামের মাহাছুন মিয়ার ছেলে কবির (৩৫) দীর্ঘদিন ধরে একই থানার মরিচ্চা গ্রামের ট্রাক মালিক মোঃ ফরিদুল আলম ওরফে ফরিদ কোম্পানীর সাথে গোপন আঁতাত করে ঢাকা,নারায়ণগঞ্জে ইয়াবার বড় বড় চালন পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব নজরধারী শুরু করে।সথ্যের সত্যতা নিশ্চিত হয়ে ফরিদুল আলমের জব্দকৃত ওই ট্রাক দিয়ে ইয়াবার বড় একটি চালান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর সেতু এলাকায় আসছে এমন সথ্য পেয়ে র্যাব অভিযান চালায়। অভিযানিক দলটি ওই কাঠভর্তি ট্রাকটি নজরধারী করে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় আটক করে তল্লাশী চালায়। ট্রাকের সামনের চাকার দু,পাশে মাটগার্ডের ভিতরে বিশেষ পদ্ধতিতে লুকিয়া রাখা প্যাকেট ভর্তি ৯৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তখন মাদক বিক্রির ৪৯ হাজার ৪৩৯ টাকাসহ ওই দু,চালককে গ্রেফতরা করা হয়। ইয়াবার মূল মালিক কবির,ট্রাক মালিক ফরিদুল আলম ও ধৃত ২ জনসহ ৪ জনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। তিনি আরো জানান,কাঁচপুরে কার কাছে ইয়াবার এ চালান হস্তান্তর করার জন্য আনা হয়েছে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে পাওয়া একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে র্যাব তদন্ত শুরু করেছে। তাকে অচিরেই গ্রেফতার করা সম্বব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply