রুপগঞ্জ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তুলার কারখানায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় কারখানায় থাকা তুলা ও মেশিনারিজ যন্ত্রপাতিসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
তুলা কারখানার মালিক মকবুল হোসেন জানান, হঠাৎ করেই বৃহস্পতিবার সন্ধ্যায় তুলার গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষনিকের মধ্যেই গোডাউনের পুরো শেডে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে তুলা, মেশিনারিজ যন্ত্রপাতিসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা ২০ থেকে ২৫ ফুট উঁচুতে উঠে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাঞ্চন ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তুলা ও মেশিনারিজ যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
কাঞ্চন দমকল বাহিনীর গ্রুপ লিডার এম এ মান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সাথে সাথে শ্রমিক কর্মচারীরা বেরিয়ে পড়াতে হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply