১১২ বছরের ভেতর প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ২৯০ রান করার কৃতিত্ব দেখালেন টেলর। এত বছরের ভেতর কোনো সফরকারী দলের ব্যাটসম্যান অস্ট্রেলিয়ায় এই সংখ্যক রান করতে পারেননি।
ম্যাচের তৃতীয় দিনই নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন এই ডানহাতি, পার্থে সফরকারী ব্যাটসম্যান হিসেবেও প্রথম।
তৃতীয় দিন শেষে ২৩৫ রানে অপরাজিত থাকা টেলর সোমবার চতুর্থ দিনে মাত্র ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা মিস করেন। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সফরকারী ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ স্কোরটি ছিল টিপ ফস্টারের, ১৯০৩ সালে নিজের অভিষেক টেস্টেই ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। ৮ টেস্টের ক্যারিয়ারে ২৮৭ রানই ছিল ফস্টারের সর্বোচ্চ স্কোর।
ইনিংসের ১৫২তম ওভারে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফস্টারকে ছুঁয়ে ফেলেন টেলর। চতুর্থ বলে আরেকটি সিঙ্গেল নিয়ে গড়েন নতুন রেকর্ড।
এরপর ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন টেলর। কিন্তু ওই লায়নেরই পরের ওভারে থামে তার ২৯০ রানের রেকর্ড ইনিংসটি।