বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : মরহুম শেখ নিজাম কমিশনার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৫ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ চারুকলা মাঠে উক্ত খেলা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করে উল্লাস সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফাইনাল খেলায় সৌখিন একাদশ ওরফে চাচার টিম সামনা সামনি হয় সানি স্পোর্টিং ক্লাব জল্লারপাড়া আম হাট্টা। ২-৩ গোলে বিজয়ী হয় সানি স্পোর্টিং ক্লাব। উল্লাস সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ রাকিবের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন উল্লাস সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উপদেষ্ঠা মনোয়ার হোসেন মনা, উপদেষ্ঠা আব্দুল আজিজ, উপদেষ্ঠা একেএম রফিকুল ইসলাম, উপদেষ্ঠা সাইদুল ইসলাম, উপদেষ্ঠা নাজমুল আলম সজল, উপদেষ্ঠা আবু সায়েম সিদ্দিকী, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জি এম আরাফাত প্রমুখ। আরজেন্টিনা বনাম ব্রাজিল খেলার সাথে তুলনা করে শামীম ওসমান বলেন, আজ কে এ খেলা সুন্দর খেলা। আমার মনে হচ্ছে এটি আরজেন্টিনা বনাম ব্রাজিলের খেলা। উল্লাস সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ভাল সংগঠন। অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক সুর্দীঘ জীবনে দেওভোগ এলাকায় আমি বহু বার এসেছি। ছোট বেলায় আমি এ এলাকায় বেশি বেশি আসতাম। শামীম ওসমান বলেন, মা-বাবার দোয়া আছে যার ওপর তাকে ঠেকাবার কেউ নাই। রাজনীতি ভোগের জিনিস নয়। আল্লাহ্ সবার সাথে আছেন। দাম্ভীকতা করে বলার কিছু নাই, আমি মেয়র বা এমপি হয়ে গেছি। আমার ছোট বোন, ভাইয়েরা আমার আলোচনা-সমালোচনা করে, এতে করে নারায়ণগঞ্জের উন্নয়নে অর্থ বরাদ্ধে সুযোগ বেড়ে যায়। এ সময় মেয়রের প্রতি যানজট নিরসনের জন্য বাস স্ট্যান্ড গুলো শহরের বাহিরে নেয়ার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও ইভ টিজিং সমাজের শক্র। একজন মাদক সেবীর জন্য পুরো পরিবারটি ধ্বংস হয়ে যায়। ‘আই ডোন্ট কেয়ার’ মাদক ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নাই। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দেওভোগের সকল সন্তানের মাঠে নামার আহবান জানাচ্ছি। ষড়যন্ত্র চলছে, চলবে। বাংলাদেশ কারো ওপর ভর করে চলে না। ২০৪০ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে। কম খাও, কম পড়, খুশি হও কিন্তু বেশি বেশি শুকরিয়া আদায় কর। পাক্কা রোড ও দেওভোগ এলাকার কৃতি সন্তানদের স্বরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন শামীম ওসমান।
Leave a Reply